ওরস থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুজনের

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বার্ষিক ওরস মাহফিল থেকে ফেরার পথে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন উল্টে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আটজন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার খড়িকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন অছিম উদ্দিন (৫৬) ও তোফাজ্জল হোসেন (৬৭)। তাঁদের বাড়ি ক্ষেতলালের সীমান্তবর্তী কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আফলাপাড়া গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন—আফলাপাড়া গ্রামের হালিমা বেগম (১১), আমজাদ হোসেন (৫৩), তাসলিমা বেগম (৩৩), সিনথিয়া বেগম (৫), রেবা বেগম (৪৬), জাহিদুল ইসলাম (১৮), মনোয়ারা বেগম (৪২) ও তাজমহল (৭)। তাঁদের ক্ষেতলাল সীমান্তবর্তী কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরই মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজন হাসপাতাল ছেড়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ও কালাই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, গত রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে অনুষ্ঠিত ওরস মাহফিল থেকে নিজ গ্রামে ফিরছিলেন ১০-১২ জন। পথে তাঁদের বহনকারী নছিমনটি জেলার কালাই ও ক্ষেতলাল উপজেলার সীমানার সংযোগস্থল খড়িকাটায় উল্টে যায়। ওই সময় ভটভটিটির প্রায় সব যাত্রী কমবেশি আহত হন।
দুই ওসি আরো জানান, দুর্ঘটনার পর অছিম উদ্দিন ও তোফাজ্জল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে ঢাকায় আনার পথে পথে সিরাজগঞ্জে তাঁদের মৃত্যু হয়।