ময়মনসিংহে মুক্তিযোদ্ধাদের মিছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখায় ময়মনসিংহে মুক্তিযোদ্ধারা আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বুধবার দুপুরে একটি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের সি কে ঘোষ রোড প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন মুক্তিযোদ্ধারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমান্ডার মো. আনোয়ার হোসেন খান, সাবেক জেলা কমান্ডার ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাজিম উদ্দিন আহাম্মেদ, ডেপুটি কমান্ডার জিয়াউল ইসলাম ও হারুন আল রশিদ, মুক্তিযোদ্ধা প্রদীপ ভৌমিক, সেলিম সাজ্জাত প্রমুখ।
বক্তারা রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, বাংলার মাটিতে রাজাকার ও মানবতাবিরোধীদের ঠাঁই নেই।
এদিকে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দিতে শুরু করেছে।