ভুয়া প্রকল্পে টাকা আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান-সচিব আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সাবেক সচিব রিয়াজুল হককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভুয়া প্রকল্প দেখিয়ে ৩৫ লাখ ৫১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে তাদের আটক করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী থেকে তাদের আটক করে দুদকের একটি টিম।
দুদক চট্টগ্রামের সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয় ২-এর উপসহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন ও সাবেক সচিব রিয়াজুল হক (বর্তমানে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদে কর্মরত) যোগসাজসের মাধ্যমে ১২টি প্রকল্পের কোনো কাজ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৫ লাখ ৫১ টাকা আত্মসাৎ করেন। দুদক চট্টগ্রাম-২ কার্যালয়ের উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি দল তাদের আটক করে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের বিরুদ্ধে মামলা করে কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে সোপর্দ করা হয়। এরপর আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠান। আগামী ২৫ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।
উল্লেখ্য, দুদকের হাতে আটক চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির আস্তাভাজন বলে পরিচিত।