শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসেরপাড় এলাকার বিমল সরকার ও একই এলাকার আশরাফুর রহমান।
পুলিশ ও এলাকাবাসী জানান, আজ সোমবার সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরের দ্বারিকা পাল মহিলা কলেজের সামনে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেক আরোহী জাকের আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই তিন আরোহী মোটরসাইকেলে শহর থেকে বাড়ি যাওয়ার যাচ্ছিল। পথে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হন ও একজন গুরুতর আহত হন।