ময়মনসিংহে নতুনরূপে টাউন হলের পথচলা শুরু

ময়মনসিংহের সাংস্কৃতিককর্মী, বিনোদনপ্রেমি মানুষের স্বপ্নের টাউনহল ‘অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম’ নাম নিয়ে পথচলা শুরু করেছে। গতকাল শনিবার এ মিলনায়তনের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রয়াত চেয়ারম্যান মাহমুদ আল নূর তারেককে নিয়ে স্মৃতিচারণা করেন মেয়র ইকরামুল হক টিটু। প্রয়াত চেয়ারম্যানের নামেই এ মিলনায়তনের নাম রাখা হয়েছে।
ইকরামুল হক টিটু জানান, টানা ১৪ বছরের বিরতির পর টাউন হলের পথচলায় আনন্দিত ময়মনসিংহবাসী। এ টাউন হলকে কেন্দ্র করেই আরো সমৃদ্ধ হয়ে উঠবে ঝিমিয়েপড়া ময়মনসিংহের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল। মিলনায়তনে আছে দুতলা বিশিষ্ট গ্যালারি, যেখানে আছে সাড়ে সাতশ আসন। এখানে আছে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষ এবং অত্যাধুনিক লাইটিং ও বৈদ্যুতিক শব্দ ব্যবস্থা, নিজস্ব জেনারেটরসহ আধুনিক সুযোগ-সুবিধা।
২০০১ সালে লাল ইটের তৈরি ময়মনসিংহ টাউন হলটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভেঙে ফেলা হয়। পরে মাত্র এক কোটি টাকা নিয়ে ২০০৮ সালের মাঝামাঝি সময়ে এ টাউন হলের নির্মাণকাজ শুরু হয়। তবে অর্থের অভাবে আটকে যায় নির্মাণকাজ। ২০১১ সাল থেকে ২০১৪ সালের মধ্যে বিভিন্ন সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে চলতি বছর এ মিলনায়তনের নির্মাণকাজ শেষ হয়।
এ মিলনায়তনের উদ্বোধন উপলক্ষে রাত ৮টার দিকে আতশবাজির আয়োজন করা হয়। এ ছাড়া থাকছে পাঁচদিন ব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।
উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকা, প্রয়াত মেয়র মাহমুদ আল নূর তারেকের স্ত্রী আজিমা আল নূর ঝর্ণা, ছেলে ফারামার্জ আল নূর রাজিব, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশামুল আলম প্রমুখ। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি সংস্কৃতিকর্মী, সাংবাদিক, কবি ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।