ময়মনসিংহে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পাওয়াদের সংবর্ধনা

ময়মনসিংহ পৌর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ২০১৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ওকে হাজার ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘শিক্ষিত প্রজন্ম গড়বে সুন্দর আগামী’ স্নোগানকে সামনে রেখে শুক্রবার বেলা ১১টায় শহরের টাউন হল মাঠে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু জানান, ভবিষ্যতে ময়মনসিংহ নগরীর সেবা করার সুযোগ পেলে শিক্ষানগরীর পূর্ণতা আনতে ময়মনসিংহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মানসম্পন্ন কলেজ প্রতিষ্ঠা করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা। বিশেষ অতিথির বক্তব্য দেন মুমিনুন্নিসা সরকারি কলেজের অধ্যক্ষ এন এম শাহজাহান সরকার, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের উপাধ্যক্ষ পূর্ণেন্দু কুমার রায়, ময়মনসিংহ পৌরসভার প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম ও সংবর্ধনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর মাহবুবুর রহমান হেলাল প্রমুখ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১১ সাল থেকে পঞ্চম মতো কৃতী শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হলো।