ময়মনসিংহে ‘টেরর সেলিম’ আটক

ময়মনসিংহের চরাঞ্চলের সেলিম বাহিনীর প্রধান পুলিশের তালিকাভুক্ত শীর্ষস্থানীয় সন্ত্রাসী সেলিম উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে গাজীপুরের হোতাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, সদর উপজেলার চরাঞ্চলের মানুষের আতঙ্ক সেলিম বাহিনীর প্রধান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সেলিমকে শুক্রবার ভোরে গাজীপুরের হোতাপাড়া থেকে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। চরাঞ্চলে সেলিমের নেতৃত্বে তার বাহিনী নিরীহ মানুষকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন, অত্যাচার, নির্যাতন ও বাড়িঘরে হামলা চালিয়ে চাঁদা আদায় করত। এই বাহিনীর অত্যাচারে অনেকেই চরাঞ্চল ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
ওসি জানান, সেলিমের নামে কোতোয়ালি থানায় খুন, অস্ত্র, চাদাঁবাজি, জমি দখল, দ্রুত বিচার আইনসহ এক ডজন মামলা রয়েছে। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।