এমপির গাড়ি নিয়ে স্কুলছাত্রীকে হত্যা!

স্কুলছাত্রী নাদিরা সুলতানা আইরিন (১৩) হত্যাকাণ্ডে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের গাড়ি ব্যবহার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ সংসদ সদস্য (এমপি) তুহিনের গাড়িচালক শাহজাহান হাবিব মুন্নাকে (২৩) গ্রেপ্তার করেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জানান, হাবিবকে গ্রেপ্তারে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন সহায়তা করেছেন। এই কারণে হত্যাকাণ্ডের পাঁচ ঘণ্টার মধ্যেই বৃহস্পতিবার রাত ৯টায় আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় হাবিবের মা হাফিজাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
নিহত নাদিরা ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকার ভ্যানচালক ইউনুছ আলীর মেয়ে। গ্রেপ্তার হওয়া হাবিব নাদিরার ফুপাতো ভাই। নাদির ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার সকালে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি নাদিরা।
নাদিরার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয়তার সম্পর্ক থাকায় নাদিরাদের বাসায় হাবিবের যাতায়াত ছিল। কিন্তু তাঁর ঘন ঘন যাতায়াত বাবা ইউনুছ আলীর পছন্দ হয়নি। এ কারণে মেয়ে নাদিরাকে হাবিবের সঙ্গে মিশতে বারণ করেন তিনি।
নাদিরার বাবা ইউনুছ আলী বৃহস্পতিবার বিকেলে এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, তাঁর বোনের ছেলে হাবিব দুপুরে নাদিরাকে প্রাইভেটকারে (এমপি তুহিনের গাড়ি, নম্বর ঢাকা মেট্রো গ ১৪-৮০৯৯) করে তুলে নিয়ে যায়। এর পর থেকে তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবার।
পরে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের বাইপাস সড়কের পাশের বাদেকল্পা এলাকা থেকে পুলিশ নাদিরার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওই ঘটনায় আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন ইউনুছ আলী। মামলা তদন্তের দায়িত্ব পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ইউনুছ আলী অভিযোগ করেন, মেলামেশা করতে বারণ করায় ভাগ্নে হাবিব তাঁর মেয়ে নাদিরাকে হত্যা করতে পারে।
এদিকে নিহত নাদিরার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মুনসুর আহাম্মদ জানান, নাদিরার গলায় একাধিক ছিদ্রযুক্ত কাটা এবং কোমরের ডানপাশে ধারালো অস্ত্রের ১৩টি আঘাতের চিহ্ন পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চালক হাবিবের গ্রেপ্তারের বিষয়ে সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনকে ফোন করা হলে তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল ইসলাম বলেন, এমপি স্যার মিটিং করছেন।
এদিকে আজ দুপুর থেকে গোয়েন্দা পুলিশের একটি দল হাবিবকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহত চাকু উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।