আদালেবু চাষে ভাগ্যবদল ৫০০ পরিবারের

সিলেট অঞ্চলের একটি বিশেষ ফল আদালেবু। দেখতে সাধারণ লেবুর মতো, তবে কাজ করে সাতকরার বিকল্প হিসেবে। তেতো স্বাদের কারণে সাতকরার মতোই এর রসালো অংশ খাওয়া যায় না। তবে বহুগুণে সমৃদ্ধ ফলটি।
টক আর অনন্য ঘ্রাণের সাইট্রাস জাতীয় এ ফলটির জন্ম ভারতের আসামে। বর্তমানে চাষ হচ্ছে মেঘালয় ও সিলেটের কিছু এলাকায়ও। তরকারির স্বাদ বাড়াতে, মাছ-মাংস রান্নায়, আচার তৈরি, এমনকি ওষুধ তৈরিতেও এর জুড়ি নেই।
কম খরচে বেশি লাভ হওয়ায় বাণিজ্যিকভাবে এর চাষ করে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ এখন স্বাবলম্বী। এ ফলের চাষ করে প্রায় পাঁচশ পরিবারে ফিরে এসেছে সচ্ছলতা।
মৌলভীবাজার থেকে এস এম উমেদ আলীর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত :