সেনাবাহিনীর প্রতি আস্থা বেড়েছে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পুরোনো ছবি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, দেশের প্রয়োজনে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা বেড়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের হালিশহরে সেনাবাহিনীর আর্টিলারির পঞ্চম কোরের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আবদুল হামিদ বলেন, সরকার সেনাবাহিনীকে একটি আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে ফোর্সেস গোল ২০৩০ নির্ধারণ করেছে। এ ছাড়া সেনাবাহিনীকে শক্তিশালী করতে আধুনিক যুদ্ধ উপকরণ সংগ্রহ ও উন্নত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বর্তমান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, জুনিয়র কমিশন্ড অফিসার ও সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে সেনাবাহিনীর প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক উপস্থিত ছিলেন।