জয়পুরহাটে কঠিন চীবরদান উৎসব

জয়পুরহাট সদর উপজেলার নূরপুর বৌদ্ধপল্লী ও পাঁচবিবিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের দানশ্রেষ্ঠ শুভ কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী বৌদ্ধবিহারের আয়োজনে নূরপুরের পুণ্যানুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত এম বোধিমিত্র থের। পুণ্যানুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।
অন্যদিকে পাঁচবিবিতে অনুষ্ঠিত কঠিন চীবরদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া। এতে সভাপতিত্বে করেন উখিয়া শৈলঢেবা চন্ত্রদোয় বৌদ্ধবিহারের চেয়ারম্যান উপসংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের।
এসব পুণ্যসভায় দেশ ও জাতির কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়।