ময়মনসিংহে শিশু হত্যা, ছয়জনের ফাঁসি

ময়মনসিংহের মুক্তাগাছায় আট বছরের এক শিশুকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসি ও এক নারীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জহিরুল কবীর রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- কুদ্দুস (৭৫), তাঁর ছেলে সাহেব আলী (৪০), কুদ্দুসের ভাই ইব্রাহীম আলী (৬০), তাঁর ছেলে জুয়েল (৩০), মধু মিয়া (৭০) ও মন্তাজ আলী। এ ছাড়া যাবজ্জীবন সাজা পাওয়া কমলা খাতুন (৫০) কুদ্দুসের স্ত্রী।
সাজার রায় শুনেই আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন আসামিদের স্বজনরা।
মামলার বিবরণ থেকে জানা যায়, জমি ও এলাকায় জুয়া খেলাকে কেন্দ্র করে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি গ্রামের আইয়ুব আলীর সঙ্গে আসামিদের বিরোধ ছিল। এ নিয়ে ২০১০ সালের ৭ মে আসামিরা আইয়ুব আলীর ছেলে ফরহাদকে হত্যা করে লাশ কলা পাকানোর গর্তে ফেলে রাখে। ৪ মে থেকেই নিখোঁজ ছিল ফরহাদ। পরিবারের লোকজন ফরহাদের গলিত মরদেহ ওই গর্ত থেকে উদ্ধার করে। পরে ফরহাদের বাবা আইয়ুব আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। এরপর পুলিশ সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডভোকেট সুবোধ চন্দ্র সরকার এবং আসামিপক্ষে ছিলেন এ এইচ এম খালেকুজ্জামান।