জয়পুরহাটে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

জয়পুরহাটের সদর উপজেলার পাথুরিয়া গ্রামে গণপিটুনিতে আনোয়ার (৪১) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আনোয়ার আন্তজেলা ডাকাতদলের নেতা বলে পুলিশ জানিয়েছে।
নিহত আনোয়ারের বাড়ি সদর উপজেলার ভাতসা ইউনিয়নের কুচনা গ্রামে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, সদর উপজেলার দোগাছী ইউনিয়নের পাথুরিয়া গ্রামে গতকাল শনিবার রাতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। টের পেয়ে গ্রামের লোকজন তাদের ধাওয়া দেয়। ওই সময় ধাওয়াকারীদের হাতে আনোয়ার ধরা পড়ে। উত্তেজিত গ্রামবাসী তাকে পিটুনি দিলে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ারের লাশ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আনোয়ার ডাকাতের বিরুদ্ধে জয়পুরহাটসহ পাশের বিভিন্ন জেলায় ডাকাতি, চুরিসহ একাধিক মামলা রয়েছে।