ঝালকাঠিতে অপরাজিতা সম্মেলন

ঝালকাঠি সার্কিট হাউসের সভাকক্ষে আজ শনিবার দুপুরে অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
‘এগিয়ে যাচ্ছে নারী, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে অপরাজিতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ঝালকাঠি সার্কিট হাউসের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আরো বক্তব্য দেন জেলা প্রশাসক রবীন্দ্র শ্রী বড়ুয়া, জেলা পরিষদের প্রশাসক সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র আফজাল হোসেন, উপজেলা চেয়ারম্যান সুলতান হোসেন খান, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার ও নারী নেত্রী নাসিমা কামাল।
সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে নয় শতাধিক নারী অংশ নেন।