গাজীপুরে দুটি ঝুটের গোদামে আগুন

গাজীপুরে দুটি ঝুটের গোদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোদামের মালামাল পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নেভায়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, মহানগরের কোনাবাড়ির আমবাগ এলাকার ঝুটের দুটি গোদামে আজ বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে আবদুল করিম, সহিদুল ইসলাম, মো. মোতালেব, আবদুল হালিম, মোশাররফ ও রেজাউলের মালিকানাধীন ওই গোদামের ছয়টি কক্ষে থাকা ঝুট, টিন, কাঠসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
এ ছাড়া কালিয়াকৈর উপজেলার চান্দরা জোড়াপাম্প মণ্ডলপাড়া এলাকায় স্থানীয় সুমন মিয়ার ঝুটের গোদামে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।আগুনে ওই গোদামে থাকা সব মালামাল পুড়ে গেছে।