জয়পুরহাটে বিজিবির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার সকালে জয়পুরহাটে ৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কাটেন কর্মকর্তারা। ছবি : এনটিভি
কেক কাটা, প্রীতিভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বোববার সকালে জয়পুরহাটে ৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে দোয়ার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। দুপুরে সৈনিক লাইন কনফারেন্স রুমে কেক কাটা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান। সভাপতিত্ব করেন জয়পুরহাটে ৩ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খবির উদ্দিন সরকার।
১৯৪৮ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (ইপিআর) প্রতিষ্ঠার পর সীমান্ত রক্ষার অতন্ত্র প্রহরী হিসেবে গৌরবৌজ্জ্বল এ বাহিনীর নাম বিডিআর এবং পরবর্তীতে বর্তমানে বিজিবি হয়েছে।