চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার জিনারপুর গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন ও নিহতের পারিবারিক সূত্র জানায়, উপজেলার পার্বতীপুরের শহীদুল ইসলামের ছেলে নাইম (৪) ও রহনপুর মাস্টারপাড়ার মিজানুর রহমানের ছেলে সাইয়ুম (৫) তাদের দাদা ও নানার বাড়ি জিনারপুরে বেড়াতে এসে দুপুর ১টার দিকে গ্রামের পুকুরে গোসল করতে যায়। পুকুরের গভীর পানিতে তারা ডুবে যায়। স্থানীয় লোকজন দ্রুত পুকুর থেকে তাদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে।
নিহত নাইম ও সাইয়ুম মামাতো ফুফাতো ভাই।