বাসাবাড়িতে এলপি গ্যাসের ব্যবহার বাড়াবে সরকার

সরকার বাসাবাড়িতে এলপি গ্যাসের ওপর নির্ভরশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার জ্বালানি নিরাপত্তা ও জাপানের অভিজ্ঞতা শীর্ষক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘দেশে গ্যাসের মজুদ অফুরন্ত নয়। তাই এর সর্বোত্তম ব্যবহারে সঠিক পরিকল্পনা প্রয়োজন।’
এ পরিকল্পনার অংশ হিসেবে আগামীতে শিল্পায়নে গ্যাসের ব্যবহার বাড়ানো এবং বাসাবাড়িতে এলপি গ্যাসের ওপর নির্ভরশীলতা বাড়ানোরও পরিকল্পনা অন্যতম। এ ছাড়া ভুটান ও ভারত থেকে আরো বেশি বিদ্যুৎ আমাদানির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
এ ছাড়া জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
দুই দিনব্যাপী সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও মিয়ানমার ও জাপানের বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও জাপান ফাউন্ডেশন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।