নীলফামারীতে বাসচাপায় পথচারী নিহত

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা সড়কের বোড়াগাড়ী হাট চামার মোড়ের অদূরে মিনিবাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় নিহত পথচারীর নাম বাবু ইসলাম (৬৮)। তিনি জেলার মটুকপুর মনিহারিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার দিন দুপুরে ডিমলা থেকে নীলফামারীগামী ভাই ভাই এন্টারপ্রাইজের একটি মিনিবাস ওই স্থানে বাবুকে চাপা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এখানে বাবুর অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে বাবুর মৃত্যু হয়।