টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ ২ ‘মানবপাচারকারী’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহতরা মানবপাচারকারী বলে পুলিশের দাবি। এর মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক।
আজ রোববার ভোররাতে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়ার সমুদ্রসংলগ্ন নৌঘাটে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে দাবি করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।
নিহতরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার মো. রুবেল (২৩) এবং উখিয়া কুতুপালং রোহিঙ্গা শিবিরের ওমর ফারুক (২৫)। তাঁদের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা রয়েছে।
ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, সাবরাংয়ের সমুদ্রতীরের নৌঘাট এলাকায় একদল মানবপাচারকারী অবস্থান করছে—এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় একদল অস্ত্রধারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এ সময় রুবেল ও ফারুক গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে জরুরি বিভাগের চিকিৎসক শংকর দেবনাথ তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে পথেই তাঁদের মৃত্যু হয় বলে জানান ওসি। তিনি আরো বলেন, ‘এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল মহিউদ্দিন, মোহাম্মদ শামীম রেজা আহত হয়েছেন।’
চিকিৎসক শংকর দেবনাথ বলেন, পুলিশ রাতে গুলিবিদ্ধ দুজনকে নিয়ে আসে। তাঁদের শরীরের বিভিন্ন অংশে গুলির আঘাত রয়েছে এবং আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি এলজি (আগ্নেয়াস্ত্র), ১১টি শটগানের কার্তুজ ও ১৮টি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে। এ ছাড়া নিহতদের বিরুদ্ধে থানায় মানবপাচার আইনে মামলা রয়েছে।