কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কক্সবাজারে স্ত্রী হত্যার দায়ে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৫ আগস্ট রাতে জেলার পেকুয়া উপজেলা সদরের রেস্তোরাঁ কর্মচারী শহিদুল ইসলাম তাঁর ভাড়া বাসায় স্ত্রী এস্তেফা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। এ ঘটনায় নিহত এস্তেফার বাবা সাব্বির আহমদ বাদী হয়ে শহিদুল ইসলামসহ দুজনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শহিদুল ইসলামকে আটক করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ তাঁকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট বিনোদ কুমার জানান, সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আজ আদালত শহিদুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।