ভৈরবে ডিবি পরিচয়ে তুলে নিয়ে ছিনতাই

কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশ পরিচয় দিয়ে খালা শাশুড়িসহ এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে পাঁচ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাঁদের মারধর করে নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে সটকে পড়ে দুর্বৃত্তরা।
বিষয়টি জানতে পেরে ভৈরব থানা পুলিশ নরসিংদী পুলিশের সহায়তায় নরসিংদীর ভেলানগর এলাকায় মাইক্রোবাসটি আটক করতে পারলেও, অপরাধীদের কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, ওই চক্রটিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।
পুলিশ ও আক্রান্ত ব্যবসায়ীর পারিবারিক সূত্র জানায়, ভৈরবের তাঁতারকান্দি এলাকার ব্যবসায়ী কুতুব উদ্দিন পারিবারিক প্রয়োজন মেটাতে সোমবার বেলা ১১টার দিকে ভৈরব বাজারের একটি বাণিজ্যিক ব্যাংক থেকে পাঁচ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করেন। পরে তিনি ও তাঁর খালাশাশুড়ি ফিরোজা বেগম ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে ফেরার পথে বাড়ির নিকটবর্তী এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁদের অটোরিকশার গতিরোধ করে। তাৎক্ষণিক ওই মাইক্রোবাস থেকে নেমে চার-পাঁচজন লোক ডিবি পুলিশ পরিচয়ে তাঁদের টেনে হেঁচড়ে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলেই তাঁদের বেদম মারতে থাকে। এ সময় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা টাকাগুলো নিয়ে নরসিংদীর বেলাবোর বারৈচা এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে চলে যায়।