প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলের সামনে এক ছাত্রীকে (১৫) ছুরিকাঘাত করেছে এক তরুণ। আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্রামে এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রীকে প্রথমে জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি কটিয়াদি উপজেলায়। সে ওই গ্রামে মামার বাড়িতে থেকে পড়ালেখা করতো।
দশম শ্রেণির ওই ছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টার দিকে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী কিশোরগঞ্জ-ভৈরব সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে বেলা ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আহত স্কুলছাত্রীর মামা জানান, সদর উপজেলার পনকলিমা গ্রামের তৌফিক (১৮) অনেকদিন ধরে তাঁর ভাগ্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু ভাগ্নি রাজি হয়নি। এ কারণে তার ওপর তৌফিকের রাগ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্কুলের সামনে পৌঁছামাত্রই তৌফিক একটি ধারালো ছুরি দিয়ে স্কুলছাত্রীর গলা, কাঁধ ও পিঠে আঘাত করে। এ সময় তার চিৎকারে শিক্ষার্থীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে তৌফিক দ্রুত পালিয়ে যায়।
স্কুলছাত্রীর সঙ্গে হাসপাতালে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বলেন, আজ ও ছাত্রীর নির্বাচনী পরীক্ষা ছিল। বখাটে তৌফিক প্রায়ই তাকে স্কুলে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করত। এ নিয়ে আগে একবার সালিসে বিচার হলেও তৌফিক নিবৃত্ত হয়নি।
সহকারী প্রধান শিক্ষক বলেন, ময়মনসিংহ মেডিকেলে স্কুলছাত্রীর সিটি স্ক্যান করার পর তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। জড়িতকে আটকের চেষ্টা চলছে।