চার দেশের মধ্যে যান চলাচল শুরু জানুয়ারিতে

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সরাসরি যাত্রী ও পণ্যবাহী যান চলাচল শুরু হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে। এর আগে ১৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই চার দেশের মধ্যে কার শোভাযাত্রা হবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশের সড়ক-মহাসড়কের বেহাল অবস্থার কথা উল্লেখ করে এ অবস্থায় চার দেশের যোগাযোগ (কানেক্টিভিটি) সম্ভব হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘দেশের রাস্তা মোটামুটি ভালো আছে। যেটুকু খারাপ আছে, তা কার শোভাযাত্রার আগেই মেরামত হয়ে যাবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, চার দেশের মধ্যে গাড়ি চলাচলের জন্য একটি নির্দিষ্ট মাশুল নির্ধারণ করা হবে। প্রতিটি দেশের আইন ও বিধি অনুযায়ী এই ফি নির্ধারিত হবে। যথাসময়ে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে বহুল আলোচিত বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ-সংক্রান্ত চুক্তিটি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা।
গত ৮ জুন যাত্রীবাহী, পণ্যবাহী ও ব্যক্তিগত গাড়ি চলাচলের খসড়া চুক্তির প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। সেদিন ‘মোটর ভেহিকেলস অ্যাগ্রিমেন্ট ফর দ্য রেগুলেশন অব প্যাসেঞ্জার, পারসোনাল অ্যান্ড কার্গো ভেহিকুলার ট্রাফিক বিটুইন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া অ্যান্ড নেপাল’-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।