কিশোরগঞ্জের ব্যাংক কর্মকর্তা নিহত, স্ত্রী নিখোঁজ

পবিত্র হজ পালনের সময় মিনার দুর্ঘটনায় নিখোঁজ কিশোরগঞ্জের ব্যাংক কর্মকর্তা কাজী আনোয়ারুল মতিন (৫৯) নিহত হয়েছেন বলে নিশ্চিত হয়েছে তাঁর পরিবার। তবে এখনো তাঁর স্ত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাজী আনোয়ারুল মতিনের বড় ছেলে প্রকৌশলী আজমল আনোয়ার ইমন ও নিকটাত্মীয় সাবেক ব্যাংক কর্মকর্তা আজিজুর রহমান ঠাকুর এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকৌশলী আজমল আনোয়ার ইমন জানান, শুক্রবার রাতে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস ও হজ মিশনের কর্মকর্তারা মিনা দুর্ঘটনায় নিহত আরো কয়েকজন বাংলাদেশি হাজির তালিকা প্রকাশ করে।
‘এরপরই পরিবারের পক্ষ থেকে সৌদি আরবে যোগাযোগ করা হয়। সেখানকার বাংলাদেশ দূতাবাস বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে এবং তাঁকে সেখানেই দাফন করা হয়েছে বলে জানিয়েছে। তবে আমার মা মাজেদা আক্তার খানমের (৫০) এখনো কোনো খোঁজ পাইনি।’ যোগ করেন আজমল আনোয়ার ইমন।
পবিত্র হজ পালনের জন্য আনোয়ারুল-মাজেদা দম্পতি গত ২৩ আগস্ট একটি বেসরকারি হজ এজেন্সির ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইনসের ফ্লাইটে সৌদি আরব যান। মিনা দুর্ঘটনার পর থেকেই তাঁরা নিখোঁজ ছিলেন। তাঁদের নিখোঁজ হওয়া নিয়ে গত ৩ অক্টোবর এনটিভি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ দম্পতি কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকার বাসিন্দা।
গত ২৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মুজদালিফা থেকে শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপের জন্য মিনায় যাওয়ার সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। মক্কা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এ ঘটনায় নিহত এক হাজার ১০০ হাজির ছবি প্রকাশ করে সৌদি আরব।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ গতকালই জানান, নিহতের তালিকায় বাংলাদেশি হাজির সংখ্যা এখন পর্যন্ত ৭৯ জন। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো ৯০ জন বাংলাদেশি।