ট্রেনের ধাক্কায় খাদে পড়ে দুজন নিহত

গাজীপুরের ভুরুলিয়া এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে দুই কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খুলনার রমজান আলী ও বরিশালের পারভেজ। হতাহতরা সবাই কেয়া নিট কম্পোজিট কারখানার শ্রমিক। তাঁরা তাবলিগে সফর শেষে কারখানায় ফিরছিলেন।
রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, গত বৃহস্পতিবার তাবলিগে যোগ দিতে ভুরুলিয়া এলাকার স্থানীয় মারকাস মসজিদে যান কেয়া নিট কম্পোজিট কারখানার পাঁচজন শ্রমিক। তাবলিগের সফর শেষে আজ কারখানায় যোগ দেওয়ার কথা তাঁদের। তাই সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুট দিয়ে হেঁটে কারখানায় ফিরছিলেন তাঁরা। পরে তাঁরা ভুলুলিয়া এলাকার রেল সেতুতে ওঠার পর মোহনগঞ্জগামী জামালপুর কমিউটার ট্রেনটিও দ্রুত ব্রিজে চলে আসে। এ সময় ট্রেনটির সঙ্গে রমজান আলী ও পারভেজের ধাক্কা লাগে। ফলে সেতুর নিচে খাদে পড়ে যান ওই দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তাঁরা। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিরা এ সময় লাফিয়ে খাদে পড়ে যান।
এলাকাবাসী ও তাবলিগে তাঁদের অন্য সঙ্গীরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় অপর তিনজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এএসআই।
কেয়া নিট কম্পোজিট কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা জনান, হতাহতদের সবাই বধির। কারখানাটিতে শতাধিক বোবা ও বধির লোক কাজ করেন।