জয়পুরহাটে মানবপাচার মামলায় দুজন গ্রেপ্তার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি বাজার থেকে আজ সোমবার সন্ধ্যায় কুতুব উদ্দীন ও আমির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও সিআইডি। মানবপাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে জেলার ক্ষেতলাল ও কক্সবাজার থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তার হওয়া কুতুব উদ্দীনের বাড়ি ক্ষেতলাল উপজেলার সুজাপুর গ্রামে। আমির হোসেনের বাড়ি একই উপজেলার খারিজা-দেওতাহার গ্রামে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা ৭টার দিকে ফুলদীঘি বাজার এলাকা থেকে কুতুব উদ্দীন ও আমিরকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই মানবপাচারের সঙ্গে সরাসরি জড়িত। তাঁরা গোপনে দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছিলেন। মানবপাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কক্সবাজার থানা ও ক্ষেতলাল থানায় মামলা রয়েছে।