আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়েও ভালো : নাসিম

বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়েও ভালো বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, আমেরিকায় প্রায় প্রতিনিয়ত স্কুলে ঢুকে ছেলেমেয়েদের হত্যা করা হয়। সেখানে আমাদের দেশে ইটালির এক নাগরিককে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা।
আজ বুধবার বিকেলে সিরাজগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহম্মদ নাসিম বলেন, ‘একাধারে ক্ষমতায় আছি বলে একটি অসাম্প্রদায়িক উন্নয়নশীল দেশে পরিণত করেছি বাংলাদেশকে। ক্ষমতার পালাবদল যদি ঘন ঘন হয়, সে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে উন্নয়ন থাকে না। তাই আমি বলতে চাই, আজকে আমাদের উন্নয়ন করতে হবে। শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। এ দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সুশাসন প্রতিষ্ঠা করে যাচ্ছেন। আইনের শাসনকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ইটালির এক নাগরিক মারা গেছেন। দুঃখজনক ঘটনা ঘটে গেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। যেকোনো দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ঘটেও। এই কয়দিন আগে সৌদি আরবে বহু মানুষ মারা গেছে। আমেরিকায় স্কুলে ঢুকে ছেলেমেয়েদের হত্যা করা হয়। প্রায় প্রতিনিয়ত করা হয়। আমেরিকার মতো দেশেও। যেকোনো উন্নত দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমাদের দেশেও ঘটেছে। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমেরিকার চেয়েও ভালো।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘এই দেশে শেখ হাসিনার আমলে এমন কোনো ঘটনা ঘটে নাই যার বিচার হয় নাই, বা গ্রেপ্তার করা হয় নাই বা চেষ্টা করা হয় নাই। ইতালির নাগরিক মারা গেছে, তাঁর খুনিদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। পরিবেশ উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব সভায় নন্দিত হয়েছেন বলেই ‘চ্যাম্পিয়ন অফ দি আর্থ ’ পুরস্কার লাভ করেছেন। এই পুরস্কার বাঙালি জাতির গর্ব। একটানা শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষমতায় আছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের এই উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
‘শুধু আজকে নয় ২০১৯ সালের পরে আমরা শেখ হাসিনার উন্নয়ন মেলা করব। শেখ হাসিনার উন্নয়নকে আমরা এগিয়ে নেব ইনশাল্লাহ। আপনারা দোয়া করেন।’ বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মজিদ মণ্ডল, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, মেলা উদযাপন কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক শামীম আলম। মন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।