তাড়াশে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চণ্ডীভোগ গ্রামে বিবদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত শাহজাহান আলী নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে চণ্ডীভোগ গ্রামে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার বিবদমান পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে বগুড়ায় পাঠানো হয়।
এ ঘটনার পর আজ সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।