গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর মহানগরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে মোগরখাল এলাকায় আলম হোসেনের বাড়িতে ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর শাহীন আলম জানান, আলম হোসেনের বাড়ির পাঁচটি কক্ষে ঝুটের মালামাল রাখা ছিল। সকালে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহীন আলম আরো জানান, আগুনের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে ওই পাঁচটি কক্ষসহ ঝুট ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।