গোপালগঞ্জে নৌকাডুবি, মা ও দুই শিশু নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে মা ও দুই শিশু মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেলে মুকসুদপুর উপজেলার মটবাড়ী বিলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই উপজেলার উজানী ইউনিয়নের বিথী বালা (৩২), তাঁর দুই মেয়ে বৃষ্টি বালা (৮) ও কোয়েল বালা (৫)।
উজানী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য খোকন বালা জানিয়েছেন, শুক্রবার বিকেলে নৃপেন বালা তাঁর স্ত্রী বিথী, ছেলে ও দুই মেয়ে নিয়ে নৌকায় করে পাশের বহুগ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন।
যাওয়ার পথে মটবাড়ী নামক স্থানে ঝড় উঠলে বাতাসে ও ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। নৃপেন বালা তাঁর ছেলেকে বাঁচাতে পারলেও স্ত্রী বিথী ও দুই মেয়েকে বাঁচাতে পারেন নি।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সন্ধ্যার দিকে ওই তিন জনের লাশ উদ্ধার করা হয়।