ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় আ. লীগের আনন্দ র্যালি

ময়মনসিংহকে বিভাগ ঘোষণা করায় বুধবার বিকেলে র্যালি ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিশাল বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান খান মিল্কীর সভাপতিত্বে র্যালি-পূর্ব সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ, আওয়ামী লীগ নেতা স্বপন সরকার, আহসান মোহাম্মদ আজাদ, মমতাজ উদ্দিন মন্তা, মুক্তিযোদ্ধা জিয়াউল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ গোলাম সারোয়ার, অ্যাডভোকেট আজহার উদ্দিন, শ্রমিক লীগের আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের এ বি এম নুরুজ্জামান খোকন, আফাজ উদ্দিন সরকার, এ কে এম মিন্টু, মোহিত উর রহমান শান্ত, শাহরিয়ার মো. রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
আনন্দ র্যালিতে নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রং-বেরঙের পোট্রেট ও ব্যানার-পোস্টার নিয়ে অংশ নেন।