মানিকগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আজ মঙ্গলবার সকালে মোটরসাইকেলের ধাক্কায় শরিফ শিকদার (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা বোয়ালিয়া এলাকার কাইমুদ্দিন শিকদারের ছেলে এবং পেশায় হ্যালোবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালক।
এ ঘটনায় আহত অবস্থায় মোটরসাইকেল চালক মিতরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে লাভলু হোসেনকে (১৯) মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লাভলু মানিকগঞ্জ শহরের খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। কিছুদিন আগে তিনি নতুন মোটরসাইকেল কিনেছেন। ভালো করে মোটরসাইকেল চালাতেও শিখেননি।
সকাল ১০টার দিকে জিগাতলা বাসস্ট্যান্ডে হ্যালোবাইক রেখে সড়কের পাশে প্রস্রাব করতে বসেন চালক শরিফ। এ সময় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাওয়ার পথে লাভলু তাকে ধাক্কা দেন। এতে শরিফ ও লাভলু গুরুতর আহত হলে স্থানীয় লোকজন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। লাভলুকে আটক করে হাসপাতালে পুলিশি ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।