ভালুকায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনটিভির ১৫ বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় র্যালি বের করা হয়। ছবি : এনটিভি
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করেছে। এনটিভির শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে কেক কেটে শুভকামনা জানান উপজেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
জন্মদিন উপলক্ষে এনটিভির দর্শক ফোরামের সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ কামালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও এনটিভি দর্শক ফোরামের সদস্যরা।
এর আগে বেলা ১১টার দিকে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ভালুকা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি পৌর সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে আলোচনা সভায় যোগ দেয়।