জয়পুরহাটে ‘ইভ টিজিং ও মাদকবিরোধী’ সমাবেশ

ইভ টিজিং ও মাদকমুক্ত সমাজ গঠনে পুরুষদের পাশাপাশি নারীদেরও এগিয়ে আসায় উদ্বুদ্ধ করতে আজ রোববার দুপুরে জয়পুরহাট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ‘ইভ টিজিং ও মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ প্রশাসন ও জয়পুরহাট সরকারি মহিলা কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ খায়রুল আলম, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, উপাধ্যক্ষ জয়নুল আবেদীন, সহকারী অধ্যাপক ড. মাহমুদ-উল আলা, সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল প্রমুখ।