জয়পুরহাটে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে চোরাইপথে আসা গরুসহ বিভিন্ন ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাটের ৩ বিজিবি জানিয়েছে, এসব পণ্যের মূল ১১ লাখ ১১ হাজার ৯০০ টাকা। চোরাচালানের অভিযোগে ১১ বোতল মদসহ শাহাবুল (২৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় অভিযানগুলো পরিচালিত হয়। আটক শাহাবুল একই উপজেলার বাগজানার আটাপাড়া গ্রামের বাসিন্দা।
জয়পুরহাটের ৩ বিজিবির সহকারী পরিচালক আবু সাঈদ মৃধা জানান, আটককৃত এসব ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, ১১ বোতল মদ, পাঁচটি গরু, ৬৯ কেজি স্টিলের তৈজসপত্র, ৫৯ ব্যান্ডিল আতশবাজি, ১৫ কেজি জিরা, ১৬২টি শাড়ি, আটটি শার্ট, ৪০টি থ্রিপিস ইত্যাদি।’
পাঁচবিবির রাজধানীর মোড় এলাকা থেকে ১১ বোতল মদসহ শাহাবুল নামের এক ব্যক্তিকে আটক করার কথা জানায় বিজিবি। তবে অন্যান্য ভারতীয় পণ্যের সঙ্গে আর কাউকে আটক করতে পারেনি বলে বিজিবি জানায়।