এসএ পরিবহনের পার্সেলে মিলল সাড়ে ৩৭ হাজার ইয়াবা

ময়মনসিংহ শহরের এসএ পরিবহন সার্ভিসের প্রসাধনীর কার্টন থেকে ৩৭ হাজার ৫০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র্যাব। এই সময় দুজনকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক দুজন মাদক চক্রের সঙ্গে জড়িত এবং তাঁদের নামে মাদকের মামলাও রয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের সেহড়া চামড়াগুদাম এলাকায় এই অভিযান চালানো হয়।
আটক দুজন হলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মুক্তির চরের মো. আলী রাজ (২০) ও পূর্বধলা উপজেলার পাইলটি গ্রামের রুবেল মিয়া নিরব (২০)।
ময়মনসিংহে র্যাব-১৪-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আরেফিন আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই খবর নিশ্চিত করেছেন।
নাজমুল আরেফিনের দাবি, ইয়াবার একটি বড় চালান আসার খবর পায় র্যাব। এরপর বুধবার রাতে শহরের সেহড়া চামড়াগুদাম এলাকায় এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের আশপাশে অবস্থান নেয় র্যাব। এসএ পরিবহন থেকে ওই দুজন কার্টন নিয়ে বের হওয়ার সময়েই তাঁদের আটক করে র্যাব। পরে কার্টন খুলে ইয়াবা উদ্ধার করা হয়। আটক ইয়াবার আনুমানিক মূল্য প্রায় এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা বলে জানান এই কর্মকর্তা।
এ সময় একটি মোটরসাইকেল, সাড়ে পাঁচ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক আলী রাজের বিরুদ্ধে চট্টগ্রামের বাকলিয়া থানায় এবং রুবেল মিয়ার বিরুদ্ধে নেত্রকোনার কলমাকান্দা থানায় মাদকের মামলা আছে। এই দুজনের বিরুদ্ধে ময়মনসিংহ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।