ময়মনসিংহে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬

ময়মনসিংহে পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৫৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
আজ বুধবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী এই তথ্য জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার আসামি রয়েছে ২৫ জন। বাকিরা বিভিন্ন মামলার আসামি বা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কোতোয়ালী মডেল থানায় ১৯ জন, পরেই ভালুকা ও ঈশ্বরগঞ্জ থানা ছয়জন করে বারজন, নান্দাইল ও তারাকান্দা থানায় পাঁচজন করে ১০ জন, ত্রিশাল থানায় চারজন, মুক্তাগাছা, গফরগাঁও, গৌরীপুর, ফুলপুর ও ধোবাউড়া থানায় দুজন করে মোট দশজন, পাগলা থানায় একজন গ্রেপ্তার হয়েছেন।
ফুলবাড়ীয়া ও হালুয়াঘাট থানায় কেউ গ্রেপ্তার হননি বলে জানান জয়িতা শিল্পী।