গ্যাস চুরি ঠেকাতে মাঠে তিতাস

সাভারে বাড়ছে অবৈধ গ্যাস সংযোগ। প্রতিদিনই লোপাট হচ্ছে গ্যাস। তাই চুরি ঠেকাতে এবার মাঠে নেমেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
আজ মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়ার ভ্রাম্যমাণ আদালত আশুলিয়ায় দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছেন। এ সময় শ্রীপুর, নতুন নগর, সুবন্ধি, কন্ডা ও খালপাড় এলাকায় বিচ্ছিন্ন করা হয় দুই কিলোমিটার দীর্ঘ গ্যাস নেটওয়ার্ক।
এ ছাড়া অবৈধ ব্যবহারকারী দুই ব্যক্তিকে জরিমানা করা হয় ৩৫ হাজার টাকা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়া বলেন, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাসের এ অভিযান অব্যাহত থাকবে।
গ্যাস বিপণনকারী সংস্থাটির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, শুধু রাজনৈতিক মদদেই সাভার ও আশুলিয়ায় কয়েক হাজার কিলোমিটার অবৈধ গ্যাসপাইপ বসানো হয়েছে। এভাবে লক্ষাধিক সংযোগ দিয়ে লুট হচ্ছে কোটি কোটি ঘনফুট গ্যাস। অবৈধ লাইনের মূল্য বাবদ আদায় করা অর্থের পুরোটাই ঢুকছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পকেটে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, এই বিস্তৃত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দুই বছরের বেশি সময় লাগতে পারে।