লেগুনা কেটে বের হলো ৯৮৪ বোতল ফেনসিডিল

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আজ সোমবার বিকেলে ৯৮৪ বোতল ফেনসিডিলসহ এক লেগুনা-চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম বাবুল হোসেন (২৬)। তাঁর চাঁদপুরের মতলব উপজেলার টুসপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জ-উলুখোলা বাইপাস সড়কের কালীগঞ্জের রাথুরা এলাকায় আজ সোমবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জগামী একটি লেগুনা (হিউম্যান হুলার) অচল হয়ে পড়ে। এ সময় ওই লেগুনা-চালকের আচরণে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লেগুনা চালককে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী লেগুনার বিভিন্ন স্থান কেটে লুকিয়ে রাখা মোট ৯৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং লেগুনাটি জব্দ করা হয়।
লেগুনা চালক বাবুল জানান, চাঁপাইনবাবগঞ্জের আমনুর এলাকা থেকে ওই ফেনসিডিলগুলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি নরসিংদী জেলা সদরের সাতিলপাড়া এলাকায় ভাড়া থাকেন।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লেগুনা-চালকের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে কালীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।