টঙ্গীতে তুরাগের দুই তীরে ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন

গাজীপুরের টঙ্গীতে পাগার এলাকায় টঙ্গী নৌবন্দরে তুরাগ নদের দুই তীরে ৫ দশমিক ৪৬৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ওই কাজের উদ্বোধন করেন। এ কাজের ব্যয় হয়েছে ২০ কোটি ছয় লাখ টাকা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী শাজাহান খান বলেন, নদের পাড় যাতে দখল না হতে পারে সে জন্য পাড়ে ইকোপার্ক কাজে লাগবে। মানুষের বিনোদনের ব্যবস্থাও হবে। এরই মধ্যে ঢাকার শ্যামপুরে একটি ইকোপার্ক নির্মাণ করা হয়েছে, কাচপুরে ইকোপার্ক নির্মাণ করা হচ্ছে।
নৌমন্ত্রী আরো বলেন, ‘ওয়াটার বাস সার্ভিস আমরা বাতিল করিনি। আমরা যে ওয়াটার বাস নির্মাণ করেছি তা চলছে। আমিন বাজার থেকে সদরঘাট রুটে সেটি চলছে। কিন্তু কয়েকটি সেতু নিচু হওয়ার কারণে ওয়াটার বাস টঙ্গীতে আসতে পারছে না।’