বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনগণ ভোগান্তিতে পড়বে : রওশন

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ায় ভোগান্তিতে পড়বে সাধারণ জনগণ। পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।
রওশন এরশাদ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সব ধরনের উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ফলে উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হবেন। এ ঝুঁকি নিয়ে অনেকেই বিনিয়োগে আসতে চাইবেন না। ফলে নিরুৎসাহিত হবে বেসরকারি খাত।
বিরোধীদলীয় নেতা বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় দেশে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম কমার আশা করেছিল মানুষ। এ অবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে কার্যত জন-আকাঙ্ক্ষার বিপরীত প্রতিফলন ঘটেছে।
রওশন এরশাদ বলেন, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে সাধারণ জনগণও ভোগান্তিতে পড়বে। কারণ এর ফলে পরিবারের ব্যবহার্য গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি ছাড়াও বাড়বে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয় ও জীবনযাত্রার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে। এর বেশির ভাগ চাপ পড়বে সীমিত আয়ের মানুষের ওপর।
তাই বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সার্বিক দিক বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমিয়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রাখবে।