নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কমিটি গঠন

নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সোহেল। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নাম নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্ব ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার নাফিজ আশরাফ, সহসভাপতি মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি বুলবুল আহমেদ সোহেল, যুগ্মসম্পাদক সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি শওকত এ সৈকত, কোষাধ্যক্ষ দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব হাসান ও সাংস্কৃতিক সম্পাদক গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আশিকুর রহমান হান্নানসহ ১১ জন নির্বাহী সদস্য রয়েছেন।