স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় স্বামীকে বেঁধে তাঁর স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।
এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন তরন মিয়া (৩০) ও আবুল বাশার (৩২)।
এ বিষয়ে নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মওলা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারীর বাড়ি জামালপুরের মেলানন্দ উপজেলায়। তিনি ময়মনসিংহের ভালুকায় একটি টেক্সটাইল মিলে চাকরি করেন। কর্মস্থলেই ঈশ্বরগঞ্জ উপজেলার এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় ও প্রেম হয়। দুই মাস আগে বিয়েও করেন তাঁরা। এরপর গত শুক্রবার ছুটিতে স্বামী-স্ত্রী ঈশ্বরগঞ্জের বাড়িতে যান। দিবাগত রাত ১টায় এলাকার কিছু পরিচিত ব্যক্তি তাঁর স্বামীকে ডেকে নিয়ে যান। একপর্যায়ে স্বামীর হাত-পা বেঁধে ওই নারীকে পাশের বালুর চরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ধর্ষণে সাতজন অংশ নিয়েছিল বলে জানিয়েছেন ওই নারী। আজ শনিবার সকালে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি।
পুলিশ কর্মকর্তা গোলাম মওলা জানান, ধর্ষণের ঘটনা শুনে এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।