দাঁড়ানো অয়েল ট্যাঙ্কারকে প্রাইভেটকারের ধাক্কা, স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত

ময়মনসিংহের শহরতলি শিকারিকান্দায় একটি দাঁড়ানো অয়েল ট্যাঙ্কারকে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শিকারিকান্দার আজাদ সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানিয়েছেন।
নিহতরা হলেন প্রাইভেটকারের যাত্রী অভিজিৎ সিং পল্টু (৩০), তাঁর স্ত্রী মণি সিং রায় (২৪) ও মফিজ হোসেন।
এ সময় আহত হন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও প্রাইভেটকারের যাত্রী সজীব সিং রায়। তাঁদের মধ্যে আরিফকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সজীবকে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।
আজ বুধবার সকালে ওসি মাহমুদুল আরো জানান, প্রাইভেটকারে করে পল্টু, তাঁর স্ত্রী মণি এবং আত্মীয় সজীব ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। আজাদ সিএনজি পাম্পের সামনে একটি অয়েল ট্যাঙ্কার দাঁড়ানো ছিল। প্রাইভেটকারটি তাতে সজোরে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আরিফ ও মফিজকে ঢাকায় পাঠানো হয়। পথেই মারা যান মফিজ।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।