ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস করতেন তিনি!

হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জার ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। গ্রেপ্তার যুবকের নাম মো. ফরহাদ আলী (১৯)।
গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করে র্যাব।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করেই ফরহাদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আজ দুপুরে র্যাব-১৪ ময়মনসিংহ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শরীফুল ইসলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।
র্যাব কর্মকর্তা জানান, গত এসএসসি পরীক্ষার সময় থেকেই ফরহাদ এই চক্রের সঙ্গে যুক্ত হন এবং নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে প্রশ্নপত্র বিক্রি করে আসছিলেন।