ময়মনসিংহে একজনকে ‘পিটিয়ে’ হত্যা, গ্রেপ্তার ২

ময়মনসিংহ সদর উপজেলার জয় বাংলা বাজার এলাকায় আবুল কাশেম (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কাশেমের বাড়ি সদর উপজেলার চরভবানীপুর গ্রামে।
এই ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম চারজনের নামে মামলা করেন। এর মধ্যে আলমগীর ও ফরহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
কাশেমের বোনের ছেলে আরিফ রব্বানী অভিযোগ করে বলেন, ‘চর শিরতা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিমের নির্দেশে তাঁর লোক সিদ্দিক, আলমগীর, টিটু ও জামাল আমার মামাকে (আবুলকে) পিটিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’
আরিফ আরো জানান, দুদিন আগে দুপুরে কাশেমের বাড়ির সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল দুর্ঘটনা নিয়ে সেলিমের অনুসারী টিটু ও আলমগীর নামের দুই যুবকের মধ্যে বিরোধ মেটাতে যান কাশেম। এ সময় কাশেমকে মারধর করা হয়।
ঘটনার বর্ণনা দিয়ে আবুল কালাম বলেন, সোমবার বেলা ১১টায় ফোন করে কাশেমকে ডেকে নেন ফরহাদ। পরে জয়বাংলা বাজারে ফরহাদের দোকানে বেঁধে ইট ও লাঠিসোঁটা দিয়ে দিনব্যাপী বেধড়ক পেটানো হয় কাশেমকে। এ সময় পুলিশে খবর দিলে স্থানীয়দের সহায়তা কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাশেম।
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) খন্দকার শাকের আহমেদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। গতকাল রাতে এ ঘটনায় আলমগীর ও ফরহাদকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল রাতে একটি মামলা হয়েছে বলে জানান শাকের আহমেদ।