সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ও গতকাল সোমবার গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাক তিন চাকার ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী নিহত হন। তবে এ ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে যায় চালক।
এদিকে, সোমবার গভীর রাতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী রূপনগর নামের একটি কোচ ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পাঁচলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান বলেও জানান ওসি।
দুজনের মরদেহই হাটিকুমরুল থানায় রয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওসি ইমদাদুল হক।