হালুয়াঘাটে শিলাবৃষ্টিতে ১২০০ হেক্টর ফসলের ক্ষতি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে তিনটি ইউনিয়নের এক হাজার ২০০ হেক্টর বোরো ফসল, ৪০ হেক্টর সবজি এবং চার হাজারের মতো টিনের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়ন হলো ধুরাইল, ধারা ও আমতৈল। ধুরাইল ইউনিয়নে ক্ষতির পরিমাণ বেশি।
ফারুক আহমেদ খান বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে টিন বরাদ্দের জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।
গতকাল শনিবার দিনব্যাপী হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহীদুল্লাহ ও কৃষি কর্মকর্তা সুলতান আহমদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
উপজেলা চেয়ারম্যান ফারুক খান জানান, ধুরাইল ইউনিয়নের প্রায় চার হাজার টিনের ঘরবাড়ি ক্ষতি হয়েছে। ধারা ও আমতৈল ইউনিয়নে তিন হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি ভিত্তিতে টিন বরাদ্দ না করলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আশ্রয়হীন হয়ে পড়বে। এ সময় তাঁর ও স্বজনদের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে কয়েকটি ইউনিয়নের ঘরবাড়ি, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দুপুরে জেলার ঈশ্বরগঞ্জেও ঝড়, শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে বোরো ফসলের ক্ষতি হয়েছে।