শ্রীপুরে কারখানার দেয়াল চাপায় কর্মীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ক্রাউন উলওয়্যার লিমিটেড কারখানায় দেয়াল ধসে এক কর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা আজ সোমবার সকালে বিক্ষোভ করে কারখানায় হামলা চালান। হামলায় কারখানার ভবনসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।
পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় ডাইং কারখানা ক্রাউন উলওয়্যারের পার্টিশন দেয়াল আজ সকালে ধসে পড়ে। এতে দেয়াল চাপাপড়ে ওই কারখানার ডায়িং সেকশনের কেমিক্যাল ডিস্ট্রিবিউটর নাসির আহম্মেদ (২০) ঘটনাস্থলেই মারা যান। তিনি শ্রীপুর উপজেলার পূর্ব আক্তাপাড়ার আহাম্মদ আলীর ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, আজ সকাল ৭টার দিকে নাসির কারখানার ডায়িং সেকশনে লবণ আনতে গেলে হঠাৎ করে পাশের পার্টিশন দেয়ালটি তাঁর ওপর ধসে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাঁর মৃত্যুর খবর কারখানা এলাকায় ছড়িয়ে পড়লে সহকর্মীরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কারখানার জানালা-দরজার কাঁচ ও ফটকে ভাঙচুর শুরু করে। এ সময় শ্রমিকরা তিনটি গাড়িও ভাঙচুর করে। পরে থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
কারখানার মহাব্যবস্থাপক (জিএম) মো. খোরশেদ আলম জানান, পরিস্থিতি সামাল দিতে কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।